“পাতাল গ্রাস” উপন্যাসটি পাঠককে নিয়ে যায় অপরাধজগতের গভীর অন্ধকারে। একটি হত্যাকাণ্ড, ছড়িয়ে থাকা প্রমাণ, ফরেনসিক ইঙ্গিত এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন সব মিলিয়ে এই গল্পে রয়েছে টানটান উত্তেজনা। লেখক দক্ষতার সঙ্গে রহস্যের স্তর উন্মোচন করেছেন, যেখানে প্রতিটি চরিত্রই সন্দেহের আওতায়। যারা সাসপেন্স, ক্রাইম ও গোয়েন্দা গল্প ভালোবাসেন, তাদের জন্য এই বইটি এক অনিবার্য পাঠ।